কবিতা:- রবীন্দ্রনাথকে আজও খোঁজে
             মনোজ ভৌমিক


প্রাচ্যের শব্দগুলি এখনো কবিতায় রবীন্দ্রনাথকে খোঁজে,
কিন্তু, যুক্তাক্ষরগুলি নজরুলকেই ভীষণভাবে বোঝে।
সুকান্ত আজও অক্ষরের শাব্দিক বিপ্লবের কথা বলে,
জীবনানন্দ প্রকৃতির মধ্যে প্রাণ দেন আপন ছন্দজালে।


ওদিন কবিতা "উলঙ্গ রাজাকে" হোথায় বিমর্ষ হতে দেখেছে!
'অমলকান্তি রোদটাও' ওর দেহটাকে অনেকটা পুড়িয়েছে।
সত্যি কথা হল আজ কবিতা আর 'পাহাড় কেনার' কথা বলেনা,
'উন্নয়নের' পেষণে শব্দ কবিতায় নিজেকে খুঁজে পায়না!


অবয়ব জ্বালানো রোদে কবিতা হারিয়ে ফেলছে সজীব শ্রী,
প্রশ্নটা হল ,"সময়ের কবিতা পথভ্রষ্ট হচ্ছে নাকি?"
প্রজন্মের কবিতা বৃদ্ধা প্রকৃতিকে পিয়াসী চুম্বন দেয়!
কবিতারা নির্লজ্জভাবে অন্তিম প্রহর গোণে নির্দ্বিধায়।


এখন ভাব আর ভাবনার মধ্যে যে দেখি বড়ই বিড়ম্বনা!
প্রজন্মের নাকি আজ রবীন্দ্র ভাবনা মোটেই ভাল্লাগেনা!
শতাব্দী পরেও শব্দরা, কবিতায় রবীন্দ্রনাথকে বোঝে
সত্যিকারের ভাবুক মনটা রবীন্দ্রনাথকে আজও  খোঁজে॥