কবিতাঃ- রিক্তা
✍️ মনোজ ভৌমিক


যাকিছু আমার ছিল
সবই দিলাম,
শরীরের সাথে মন
হয়েছে নিলাম!


কি পেলাম? কি হারালাম??
নেই গুণাগুণ,
বিবশ বিষন্ন দেহ
চাইছে আগুন।


ধোঁয়াশা ঘেরা দু'চোখ
বড়ই বিপাকে,
বিষাদ সাঁঝের বেলা
শুধুই যে ডাকে!


নাই,নাই কিছু নাই
আজকে দেবার,
সময় এসেছে আজ
ওপারে যাবার।


যাকিছু দেবার বাকি
তাও দিয়ে যাব,
মুঠোভরা ছাইটুকু
উপহার দেবো।


নারীর জীবন শুধু
দিতেই শিখেছে,
অবলা প্রকৃতি বুঝি
তাই শিখিয়েছে।