কবিতা:-  রোদ
            মনোজ ভৌমিক


ওদিন আমার কাছে শীত এসেছিলো,
ভীষণ হাড় কাঁপানো কামনা নিয়ে....
এই শরীরটাকে জড়িয়ে ধরেছিলো!
আমি চাদর মুড়ে ছিলাম।
তবুও বেহায়া শীত আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিলো।
আমি..ভীষণভাবে তোমাকে খুঁজছিলাম!
তুমি এলে...বিমর্ষ রাত কাটানো মধুর সকাল নিয়ে!
ব্যালকনি টপকে ধীরে..  ধীরে..আমায় ছুঁলে,
কী অপরিসীম তৃপ্তি তোমার স্পর্শে!
আবেশে দু'চোখ বন্ধ হয়ে আসছিলো...
তোমার মধুর চুম্বনে...আমি হারিয়ে যাচ্ছিলাম...
অবশেষে,তোমার তীব্র আকাঙ্ক্ষা,
আমার দেহাঙ্ক স্পর্শ করতে চাইলো!
আমি বিবষ হয়ে তোমায় জিজ্ঞাসা করলাম,
"আচ্ছা রোদ,তুমি কি সবাইকে এইভাবে হারিয়ে দাও!
না এই শীতকে হারিয়ে,নীবিড়ভাবে আমাকেই পেতে চাও?
তুমি কি সত্যিই আমায় ভালোবাসো রোদ!
শুধু আমায়!..না, আমার মতো আরো অনেক কে?
কিছু বলছো না যে?
তাহলে তুমিও কি.......!"