কবিতাঃ-রঙিন বসন্তে
✍️ মনোজ ভৌমিক


কিছু বসন্ত চল্লিশেও বাঁধে ঘর!
আর কিছু নিয়ে খেলে অশীতিপর!!
যেটুকু বাঁচে তাই নিয়েই হুড়োহুড়ি!
নবযৌবন ওতেই খায় গড়াগড়ি!!


পলাশ শিমুলে লাগলে রঙের দোল,
ওরা তারা বলে,ওরে খোল দ্বার খোল।
দখিনা হাওয়ায় সুগন্ধ সমীরণ,
কৃষ্ণচূড়ায় পোড়ে পলাশের মন!


গন্ধ তো নেই শুধুই রঙের বাহার!
ক্ষুধিত যৌবন মেটে না মনের আহার!!
বসন্ত কি শুধু মন নিয়ে খেলা করে?
স্পর্শকাতর ও হৃদয় খুঁজছে কারে??


ভালোবাসা ছুঁয়ে প্রেম চায় লীলা রাস,
রঙিন বসন্তে প্রেমেরই অধিবাস।