কবিতাঃ- সাধ
✍️ মনোজ ভৌমিক  


আজ বিকেলে চাইলো এ মন
বসন্ত হয়ে যাবে!
নতুন সাজে সেজে আবার
ও মনটা ছুঁয়ে নেবে।


কেমন করে বাহার আসে
দেখবে আঙিনা জুড়ে!
তেমনি করে বাঁধবে কি সুর
ছিন্ন বীণার তারে!!


আবির রঙে রাঙিয়ে মন
গাইবে কি সেই গান!
দখিনা পবন সাথে নিয়ে
উতলা হবে কি প্রাণ!!


সবুজ হবে কি অবুঝ মন
শেষ গোধূলি বেলায়?
সাঙ্গ হবে কি 'অনন্ত প্রেম'
হৃদয় হারা খেলায়!


বলবে কি তুমি,আজো সেই
বসন্ত হয়েই থাকো,
মুক্ত বেণী ছড়িয়ে দিলাম
আমায় চেয়ে দেখো।


সাঁঝে গোধূলি হারিয়ে যাবে
তোমার চোখের তারায়!
সুবাসিত হবে দু'টি মন
নব আনন্দ ধারায়।