অনুকবিতা:-সামাজিক বৈচিত্র্য
           মনোজ ভৌমিক


হেমন্ত যদি কেঁদে যায়
বসন্তের কি যায় তাতে?
শীত ঘুমোনো সরীসৃপ
জেগে উঠবেই ও বৈশাখে।
বর্ষা জলে ভরলে নদী
কি ফারাক বলো পাহাড়ের?
বলবে কি ওই শরতটা
আলো দেবোনা আর কাহারে!