কবিতা:- সামাজিক শীত
            মনোজ ভৌমিক


ওখানে শীত প্রতিদিন ঘুমিয়ে পড়ে,
দিনান্তের গোধূলি বেলায় রিক্ত অনুরাগে।
আবার জেগে ওঠে..জেগে ওঠে কৃষ্ণচূড়ারা..
গভীর রাতেতে... ওদের সোহাগী ডাকেতে!
চুপিচুপি বলে ওরা,"কৃষ্ণচূড়া আমরা মানুষ এসেছি...
তোদের শরীরের জীবন্ত সুখ কিনে নিতে।"
মাংসাশী ওই মানুষগুলো ঐশ্বর্য আর প্রাচুর্য-এর দাম্ভিকতায়,
রঙচঙে দিনের চরিত্র খুলে দেয় রাতের আঁধারে...
ঘুমন্ত শীতের জাগরণে।
হিংস্র সরীসৃপের দংশনে ক্ষতবিক্ষত কৃষ্ণচূড়ারা
আগামী বসন্তে জন্ম দেয় কাকে?
আস্তাকুঁড়ে পড়ে থাকা নিষ্পাপ সেই ফুলগুলিকে।
আজ সমাজ যাদের "নরকের কীট " বলে ডাকে!
তবুও বলেনা সমাজ "নরকের কীট" ওই মানুষগুলোকে!
কারণ, ওদের মুখোশের মাদকতায়...
দিনের আলোয় সমাজ যে প্রভাবিত হয়ে থাকে!
ঐ সামাজিক শীত কেবলি কৃষ্ণচূড়াদেরই দাবিয়ে রাখে।