কবিতা :-সাম্যের সামিয়ানা
         মনোজ ভৌমিক


রক্ত ঝরা স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কাঁটাতার!
বিপর্যস্ত মানবিকতার এক নিদারুণ ইস্তেহার।
বিভেদকামী নীতির স্মারক ধর্মান্ধ মানসিকতার,
আন্তরিকতার সন্ধানে ফেরা আজ বড় দায়ভার।


অপাংক্তেয় স্বাধীনতা ভাসছে নীরব অশ্রুজলে,
ভাতৃত্ববোধ মরে গেছে মসনদ লোভীদের ছলে।
মৌলবাদী সন্ত্রাসী নীতি মাথাচাড়া দেয় দিগ্বিদিকে ,
সময়ের বিড়ম্বনায় হিংসা ছড়িয়ে পড়েছে চৌদিকে।


অযাচিত স্বাধীনতার পরও খুঁজছে কারা জঘন্য বিভেদ নীতি!
ওরা কি বোঝে না এ দেশের ভাবনা আজও সম্প্রতি।
সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে প্রতিবেশীর রিক্ত প্রহসন,
পরিসংখ্যান ঘেঁটে দেখুক কোথায় আমুল অধঃপতন!


অহেতুক উস্কানীতে কারা বাঁধতে চায় এ দেশে কাঁটাতার!
এ ধর্মনিরপেক্ষ দেশে চোখ না রেখে নিজেরে দেখুক বারংবার।
নিউক্লিয় শপথ না ভেঙে এসো গাই মহামিলনের গান,
সর্বধর্ম সমন্বয়ে আজও এ দেশ বিশ্বে মহান।


সময় হারানো বেলায় এসো জাগ্রত করি মহাত্মা ভাবনা,
১৫০তম জন্মদিনে টাঙিয়ে দাও সাম্যের সামিয়ানা।