কবিতাঃ- ভ্যালেন্টাইন ডে
✍️ মনোজ ভৌমিক


ভ্যালেন্টাইন ভালোবাসার
যদি খোঁজো আজ মানে,
একটুখানি তাকিয়ে দেখো
এই পৃথিবীর পানে।


হারিয়ে ফেলেছে সুন্দর শ্রী
দেহ ভরে গেছে বিষে,
রিক্ত হয়েছে শরীরী ভাষা
অন্ধ হবে অবশেষে।


ভালোবেসে যদি দাও ওরে
হৃদয় গোলাপ ফুল,
প্রোপোজ থাকবে আগামীর
করবো না কোনো ভুল।


চকলেট দিও ভালোবাসার
বড়ই মিষ্টি মধুর,
উপহার পাবে সবুজ টেডি
সুগম হবে সুদূর।


প্রমিস হবে সময়ের ঘরে
পৃথিবী তোমার প্রিয়,
আলিঙ্গন আর চুমু দিয়ে
মনটা ভরিয়ে দিও।


দেখবে তুমি এই পৃথিবী
সুস্থ হয়েছে আবার,
প্রাপ্তির সুখ বুকেতে নিয়ে
জন্ম নিও প্রতিবার।


ভালোবাসাও মর্যাদা পাবে
ভ্যালেন্টাইন সার্থক,
নইলে দিনের ভাবনায়
তুমি রবে অপারক।