কবিতাঃ- সেটিং
✍️ মনোজ ভৌমিক


সেটিং ছিল শুরুর দিনে
স্বাধীনতার লুকোনো ঘরে!
তারপরেও সেটিং হলো
দেশভাগের হাতটি ধরে!!


পন্থাটা তো সেই পুরাতন
কালের গর্ভে নতুনটা কি?
আমজনতা সবই বোঝে
মুখ খুললেই শিকল পাখি।


এর চাইতে এই-ই ভালো
আপনাতে হই পরাধীন,
দিন বদলের নিত্য খেলায়
এমনি করেই কাটুক দিন।


হোক না সেটিং উঁচু তলায়
আমার তোমার নেই ফিকির,
নীচু তলার সেটিং নিয়েই
তুমি আমি আজও অস্থির।