কবিতাঃ- শব্দ ঋণ
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ০৮-০৮-২০২০২


এই শ্রাবণ মেঘে নেই সে বৃষ্টিপাত!
ভগ্ন দেহে যেন একলা রবীন্দ্রনাথ!!
ব্যস্ত শহর হাঁটছে আপন তালে,
প্রজন্ম এখন অন্য কবিতা বলে!


মাটি ছুঁয়ে আছে পুরানো আর্তনাদ!
শেষের কবিতা'য় খোঁজা কেন বিষাদ!!
বুকের মাঝে লুকিয়ে হাজার ক্ষত!
কেইবা পারে লিখতে কবিতা এত!!


বৈশাখ আর শ্রাবণই কি শুধু জানে!
হৃদয় গভীরে খুঁজে দেখো এর মানে।
বেবাক বাতাস কিংবা ও এসরাজে,
বাউল হাওয়ায় এখনো সে সুর বাজে!


ভাবনা তোমার রেখে গেছে শব্দ ঋণ,
এ গ্রহের মাঝে তুমি সদা অন্তহীন।