কবিতা:- শঙ্খ কলম
কবি:- মনোজ ভৌমিক


ভাবছি...আমার কলমের নামটা এবার থেকে "শঙ্খ কলম"রাখবো।
না বাজলেও, সাদা কাগজে কালো অক্ষরগুলো টেনে টেনে বাজাবো।
কালো অক্ষরগুলোর মধ্যে দগদগে লাল আগুন লুকিয়ে থাকে,
দেখোনা,শুধু কালো কালো অক্ষরের কয়েকটা শব্দ,পারেনি কি শাসকের ঘুম ভাঙাতে?
শুধু তোমাকে নয়,গণতন্ত্রের চোখে আঙুল দিয়ে বলবে "জাগো!"
উন্নয়নের পরিকাঠামোকে ভেঙেচুরে,পরিবর্তন ডাকো।
কলম যেন বুঝিয়ে দেয় কলমের ভাষা,সেই কলমই তো আমার চাওয়া।
হায় কলম! কিছু আঙুলের  নিষ্পেষণে বার বার তোর আহত হয়ে যাওয়া!
ওর ঘা গুলিকে হিংস্রতার ইনজেকশন নয়,
আন্তরিকতার প্রলেপ দিয়ে বাঁচিয়ে রাখবো।
প্রতিবাদী ভাবনাগুলি ওর নীল-কালো রক্তে খুঁজে বেড়াবো।
এখন ওর আবার জেগে ওঠার সময় হয়ে এসেছে,
ওর নীল রক্তে আজ চল্লিশ লক্ষ মানুষের আর্তনাদ জাগছে।