কবিতাঃ-শরৎ এলেই
✍️ মনোজ ভৌমিক


শরৎ এলেই শিউলি কেন হাসে?
শিশির কেন ঘাসেরেই ভালোবাসে??
খুশির দোলা কেন ওই শুভ্র কাশে?
নীল আকাশে সাদা মেঘ কেন ভাসে??


ফুলের বন সৌরভ কেন ছড়ায়?
কলির বুকে অলি কেন গান গায়??
ঝলমলে রোদ মন কেন ছুঁয়ে যায়?
প্রজাপতি কেন পাখনা মেলে ধায়??


খুশির জোয়ার কেন নদীর বুকে?
ঐ ঝর্ণা কেন নাচছে পাহাড়ে সুখে??
পাখির কুজন কেন ঐ তরু শাখে?
অবাক চোখে দেখছে সবাই কাকে??


ধরার বুকে কেন এত আলোড়ন?
শরতে বলো কার হয় আগমন??
মৃন্ময়ীতে চিন্ময়ী জাগে কি এখন?
বাতাসে কি আজ তারই জাগরণ??


শত প্রশ্নের উত্তর ঐ একজনা,
শরৎ এলেই হয় যার বন্দনা।