কবিতাঃ- শেষ গল্পে
✍️ মনোজ ভৌমিক


তোমার বিকেল সন্ধ্যে ছোঁয়া মন,
সন্ধ্যা আমার রাতের আমন্ত্রণ।

শিউলি সুবাসে বিভোর হয়েই থাকি,
তারাগুলো সব হিংসায় দেয় উঁকি।


ল্যাম্পপোস্টটা দুষ্টু ভীষণ জানো,
ঝাপসা চোখে আমায় দেখে কেন?


রাত যে আমার বড়ই আপনজন,
একলা পেয়ে শুধুই সোহাগ যতন।


তোমার ঠোঁটের মিষ্টি হাসির ঝাঁক,
আমার রাতে না হয় আঁকাই থাক।


সন্ধ্যা বিকেল আর রাতের এই খেলা,
তোমার আমার চোখ ছোঁয় শেষ বেলা।


রাত ফুরোলেই সব গল্পই শেষ!
নটে গাছই রয়ে যায় শেষমেশ।