কবিতা:- শীত চলে গেলেও
              মনোজ ভৌমিক


শীত টেনে টেনে ঘুমিয়েই গেলো ওই বার্ধক্য পৌষ,
নলেন গুড়ের গন্ধ এখনো জাগায় মনেতে হুঁশ।
সংক্রান্তিতে ক্রান্তি জাগানো পিঠেপুলি উৎসব,
কেমন করে ভুলবে বাঙালী আবেশ জাগানো পরব?


পুরের পিঠা যে বড্ড মিঠা,নারিকেল গুড়েতে সাজা,
খাওয়ার সময় খায় যে এমনে,খাচ্ছে যেন রাজা!
দুধপুলিটাও কথায় কথায় জিভেতেই জল আনে,
যতই খাকনা ভরেনা পেটটা,মনও বুঝি তা মানে।


পাটীসাপটা হলেও খ্যাপটা,রঙ ধরায় এ প্রাণে,
খাওয়ার সময় বড় মনোরম, বাঙালীই তা জানে।
আসকে পিঠার রূপটাও এখন থাকে না বর্ষাতে,
তালগুলগুলির পিয়াসও দেখি সংক্রান্তিতে!


মালপোয়ার ইলাচী হৃদয় ভুলবে কী করে তুমি?
চালগুঁড়ি দিয়ে গুড়পিঠাতেও সুবাসিত শীত ভূমি।
নক্সীকাঁথার মত আজ কত  নক্সা পিঠেতে দেখি,
যতই গরীব হোক বাঙালী,খাওয়াদাওয়াতে সুখী।


দখিনা হাওয়া হাতছানি দেয়,উৎসব বসন্ত,
বাঙালী মনে রেশ রয়ে যাবে 'পিঠে,' আগামী পর্যন্ত।