কবিতাঃ- শীতের ডাকে
✍️ মনোজ ভৌমিক


সময়ের শীত এসে
করে ভাকাডাকি,
ধোঁয়াশা গোধূলি ছুঁয়ে
আমি একা থাকি।


বড়ই অবোধ শীত
শুধুই জড়ায়!
বোঝেনা হেমন্ত শেষ
আমি অসহায়!!


নবান্নের পিঠেপুলি
হয়না হজম,
উষ্ণ প্রলেপ পেলে
লাগে যে শরম।


পলাশের রঙ দেহে
কেবলি বাহার,
শোভিত কানন মাঝে
লাগে না পূজার।


শীত তুই জড়িয়ে নে
ওদেরকে বেশি,
যারা তোর ছোঁয়া পেলে
থাকে বড় খুশি।