কবিতাঃ- শীত
✍️  মনোজ ভৌমিক


তোর কথা ভাবতে ভাবতে
শরৎও চলে গেল!
সন্ধ্যা এখন নামছে ধীরে
হেমন্তও চলে এলো।


গাছের পাতা পড়ছে খসে
ধোঁয়া ঢাকা চারিধার,
এখন শুধু মনের মাঝে
ঘুটঘুটে অন্ধকার।


দীপালিকায় নেই তো আলো
বাদল মেঘের খেলা,
তোর ছোঁয়া তো পাইনি আজো
বয়ে যায় শুধু বেলা!


পরশ যে তোর বড়ই মিঠে
জড়িয়ে যখন ধরিস,
লেপ কম্বলে যুদ্ধ চালিয়ে
ভালোই খেলতে পারিস!


আর ক'টা দিন না হয় সবুর
প্রতীক্ষা না হয় তোর,
শেষ কথাটা বলবো সেদিন
রাত কেটে হবে ভোর।