কবিতা :-শীতের আমেজ নিই ভরি
            মনোজ ভৌমিক


পৌষ এলো,পৌষ এলো,বলছে সবাই আজকে এখন,
হিমেল হাওয়া বয় হেথা তাই বুঝি যখনতখন!
ফুটছে ফুল গজায় পাতা শীতের পরশ সবুজ মন,
শরীর ভাঙা মনেতে দেখি ঘুরছে যেন বিষন্ন ক্ষণ!


নবান্ন গানে আজকে হেথায় সুর টানছে বলো কারা!
সময়ের সব ভাবনাগুলো কোথায় যেন হচ্ছে হারা!!
একটু না হয় হোক না দেরি সংক্রান্তির গঙ্গা স্নান,
পিঠেপুলি উৎসবেতে যাক না মুছে সব অভিমান।


নলেন গুড়ের গন্ধটা আজ মনের মধ্যে যায় ঘুরি,
এলো পৌষ,আজকে হেথায় শীতের আমেজ নিই ভরি।