কবিতাঃ- শ্রমিক তুমি
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- পয়লা মে ২০২৩


শ্রমিক তুমি মিছিলে হাঁটো
অনুদান পাবে ভারি,
নইলে তোমার শ্রম অযোগ্য
সময় দেখো নেহারী।


শোষণ তোমার জন্মগত
অধিকার চিরায়ত,
ইনক্লাব হোক যত খুশি
ভাবনার ঘরে ক্ষত।


গণতান্ত্রিক এই দেশেতে
বুক ফাটা উন্নয়ন,
সমস্যা তোমার চোখে মুখে
প্রত্যাশায় দু'নয়ন।


হেনরীর দাবি পূর্ণ হয়েছে
আট ঘন্টার লড়াই,
পূর্ণ হয়নি শ্রমিকের ঘর
রাজার শুধু বড়াই!


লড়াই তোমার অব্যাহত
দিন বদলের দিনে,
আজও তোমায় সস্তা দামে
কেউ বেচে,কেউ কেনে!


মসনদ ভাঙো আবার গড়ো
প্রলোভনের খেলায়,
প্রতিশ্রুতি আগামী ভোটের
নায্য পাওনা বেলায়।


"সবাই রাজা" ভাবনা আজ
প্রভাত রবির মত,
সাঁঝের বেলা দিগন্ত ছুঁলে
ভাবনা আঁধারে হত।


দিন ফুরোলেই সাঙ্গ হয়
সকল আলোর খেলা,
ক্লান্ত শ্রমিক আঙুল চোষে
রাতের মত একেলা।