কবিতাঃ- সময় কথা
✍️ মনোজ ভৌমিক


নতুন দিনে একটা কথা
বলছি তোমায় শোনো,
ভরসা রেখো নিজের উপর
নইলে প্রমাদ গুনো।


সময় আজ বড় কঠিন
প্রকৃত বন্ধু কোথায়!
চেহারা সবার ছদ্মবেশ
ছল চাতুরী কথায়!!


স্বার্থ বিনা বন্ধু ক'জন
বলতে পারো কি তুমি?
একে অপরে দ্বন্দ্ব কলহে
রক্তাক্ত আজ এ ভূমি!


নিজের পাশে নিজেই আছো
কিসের তোমার ভয়?
নিজেই নিজের বন্ধু হও
একলা মোটেই নও।


দিনবদলের এই সময়ে
দৃঢ়তায় বুক বেঁধো,
সাহস থাক মনের মাঝে
হারলে নিজেই কেঁদো।


কান্নাটাকে লুকিয়ে রেখো
বুকের মাঝে সদাই,
সাহসী হয়ো মনে মনেই
করবে একা লড়াই।


একলা আসা,একলা যাওয়া
মন্ত্রটা খেয়াল রেখো,
সময়ের সাথে পাল্লা দিয়ে
একলা চলতে শেখো।