কবিতা:-স্মৃতিপটে ছেলেবেলা
              মনোজ ভৌমিক


একান্তে আজ বসে আছি আনমনে,
উড়ো মেঘ গুলি দেখছি গুনে গুনে।
এই বর্ষা আকাশে কত না ছবি আঁকা,
স্মৃতির পাতা উল্টেপাল্টে দেখা।


ঘুম ভাঙা রাত সকাল হতো যখন,
শুরু হয়ে যেত দাদুর অনুশাসন।
ঠাম্মা তখন আসতো হোথায় তেড়ে,
ভাইবোনেরা হাসতো ভীষণ জোরে।


ড্যাঙগুলি খেলা লুকোনো পড়ার মাঝে,
চুঁ -কিতকিত, বৌ-বসন্ত ছিলো সাঁঝে।
সাত গুটিতে ঝগড়া থাকতো লেগেই,
কবাডি খেলায় হাত পা যেত ভেঙেই।


স্কুল পালিয়ে বোস বাগানেতে ঘোরা,
আমজাম গাছে বন্ধুদের সাথে চড়া।
পুকুর ডোবায় থাকতো না চুপি কথা,
মাছরাঙা মনে বাঁদরামি রূপকথা।


রাতের বেলায় মায়ের চোখের জল,
বলতো আমায়," বড় হবি কবে বল!"
হারিয়ে গেছে আজকে সেই ছেলেবেলা,
এখন একলা মনে করছে শুধু খেলা।