কবিতাঃ-সবার মধ্যে নেই সে দম(৭২৫তম)
✍️ মনোজ ভৌমিক


আকাশ পানে তাকিয়ে দেখো উড়ছে শতেক ঘুড়ি,
সবাই ওরা চায় যে দিতে দূর সুদূরেই পাড়ি।
একে অপরের সাথে লড়াই করছে অহরহ,
আকাশ ছুঁতে চায় যে সবে হারতে চায় না কেহ।


কে হারলো! কে জিতলো! নেই দেখার পিছন ফিরে ,
চলছে শুধু প্রতিযোগিতা নিজেকে নিজেই ঘিরে।
শূন্য আকাশ বোঝেনা ওরা শেষে অশেষ নিরাশা,
মাটির বুকেই গুঁজবে মুখ ভ্রান্ত সকল আশা।


সময়ের এই পরিনতি সময়েই বুঝলো কি!
লাটাই শুধুই বেঁচে থাকে সুতোও বাঁচলো নাকি!!
হারজিতের নিত্য খেলা...হারতে সবারে হবে,
সবার মধ্যে নেই সে দম আকাশটা ছুঁয়ে যাবে।