কবিতাঃ- সজাগ হও
✍মনোজ ভৌমিক


গ্রাম এখন হচ্ছে শহর
সবুজ ভাবনা যাচ্ছে মরে!
হিল্লী দিল্লীর আকাশ দেখো
ধোঁয়ায় ধোঁয়ায় আছে ভরে!!


এ দৃশ্য নয় তোমার দেশে
ভুবন জুড়ে দেখো গো চেয়ে,
উষ্ণায়ণের অতি প্রভাবে
চারিদিকটাই যাচ্ছে ছেয়ে!


শিল্পায়ণ আর প্রদূষণে
পরিয়ে দিচ্ছে নতুন বেশ।
বারুদে ভরছো সসাগরা
প্রতিহিংসাতে জীবন শেষ।


মানবিক ঐ ভাবনাগুলো
মারছে কেন! বলবে আজ!!
সজীবতাকে হত্যা করেই
কেন পরছো মাথায় তাজ!


তাকিয়ে দেখো ভূটান দেশে
সতেজ সবুজ ওর সাজ।
সজাগ যদি না হও তুমি
উত্তরসুরীরা পাবে লাজ ।