কবিতাঃ- সম্বরণ
✍️ মনোজ ভৌমিক


মন্দ কথায় ভিড় থাকে আজ অনেক!
একটু না হয় থাকলে চুপ ক্ষণেক।
জ্বালিয়ে নিও মনের দীপক জ্যোতি,
সামলে নিলে বলো না কিসের ক্ষতি!


বাসি ফুলে বলো,কে তেমন ভালোবাসে!
আঙুল তুলবে,অনেকেই বক্র হেসে।
গন্ধ শুঁকবে পাশের ও হুলো বিড়াল,
একটু না হয় নিজেকে রেখো আড়াল।


চোখের তারায় উলটপালট স্মৃতি,
মনের গহীনে মন ভাঙার প্রকৃতি!
ওই কথার ভিড়ে নাইবা গেলে তুমি,
তবুও কথায় উত্তাল ও রণভূমি!


সবুজ কথারা অবুঝ হয়েই থাক,
সময়ের গল্প অধরা রয়েই যাক।