কবিতা :- সময় মানেনা
✍️ মনোজ ভৌমিক


আমিও নিদ্রাহীন চোখে চেয়ে আছি আকাশের পানে!
সেইসব তারাদের দেখা নেই আজ ওইখানে!!
দিনান্তের ক্লান্ত ঈশ্বর ঘুমিয়ে যায় দিগন্ত ছুঁয়ে!
ক্ষয়িষ্ণু একাদশী চাঁদ জেগে ওঠে মেঘেদের নিয়ে!!


নিকষ কালো অন্ধকারে ডুবে যায় এই সসাগরা!
বৃথাই খুঁজছে দু'চোখ সেই পুরাতন ধ্রুবতারা!!
রাতজাগা পাখিগুলো খিদে পেটে জেগে আছে বনে!
চোখ জ্বলা প্যাঁচারা ঘুমোবে হয়তো শেষ প্রহরটা গুনে।


ঘনকালো মেঘে ঢেকে যায় আকাশ আঙিনা,
কাকভোরে শুকতারা খোঁজা যেন সময় মানেনা।