কবিতা:-সময়ের কবিতা
          মনোজ ভৌমিক


শব্দরা যখন ঘুমিয়ে যায়,
অক্ষরগুলো তখন স্বপ্ন দেখে
নতুন করে একত্রিত  হওয়ার।
নিশুতি রাতের কালিমায় ওরা ছটফট করে....
আগামীতে তৈরি করবে নতুন শব্দে জীবন্ত কবিতা!
কিন্তু ওই শব্দরা প্রত্যুষে সংশয়াতীত হয়ে পড়ে...
প্রজন্মের কবিতায় যুক্তাক্ষরের প্রভাব অনেক কম।
অক্ষরেরাও ভুলে যায় প্রতিশ্রুতি।
ওরাও একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে পড়ে,
ভুলে যায় রাতের স্বপ্ন কথা।
ছন্দ ও মাত্রার প্রয়োজনীয়তা ভুলে যায় কবি
সৃষ্টি করতে থাকে নিউক্লিয় কবিতা।