কবিতা:- সময়ের অভিধান
কবি:- মনোজ ভৌমিক


আজকে কিন্তু সময়টা অনেক বদলে গেছে ভাই,
বলছে সবাই উষ্ণায়ণের ভীষণ প্রভাব দেখি তাই।
শরীর যন্ত্রও বদলে গেছে আজকে অনেক আগেই,
সময় বদলে দেখছে সবাই বয়সটা অসময়ে ফাগেই।
বলছে সবাই সেই বয়সটা ছিল অভিবাবকদের হাতেই,
অনেক কথাই হারিয়ে গেছে যৌবন আসার আগেই।
প্রেম-ট্রেম সব জলাঞ্জলি তখন মনেই যে ছিল চাপা,
বাঁধাধরা সময় ছিল দারুণ,হিসেবের মাপাঝোপা।
এখন কিছু সমস্যা নেই,বাড়ী ঘর সব ইঁট পাথরে গাঁথা,
স্বামী-স্ত্রী সব নিজের মতন,সদাই ইন্টারনেটে থাকা।
বলছে তারা দু'দিন পরে সব কিছু যে হয়ে যাবে ফাঁকা,
ঘরদুয়ার তো সেটেল এখন, একটু বন্ধু প্রেমে থাকা।
ঐ বন্ধু প্রেমটা, একই লিঙ্গে আজকে অনেকখানি কম
তাই তো তারা দিনে বার তিনেক দেয় ম্যাসেঞ্জারে দম।
ঠিক আছে ভাই, চলছে চলুক আজ বন্ধু প্রেমের খেলা,
বলছিস কেন, ছেলে মেয়েকে এখন পড়াশুনারই বেলা।
আজ একটুখানি স্বাধীনতা প্রজন্মকেও দেওয়া চাই,
নইলে পরে তোদের কথা দু'দিন পরে ওরাও বলবে ভাই।
একটুখানি সতর্কতা কিন্তু আজকে সবার নেওয়াই চাই,
নইলে ভাই সুসম্পর্কটা ক'দিন পরে বিচ্ছেদে হারাই।