কবিতাঃ- সময়ের রথ বড়ই মহান
✍️ মনোজ ভৌমিক


ঈশ্বরেরা বিকলাঙ্গ হলে
জেগে ওঠে সময়ের রথ!
প্রবল প্রতাপী হয় ধর্ম
সমস্বরে অজস্র শপথ!!


উন্মত্ত উন্মাদ কোলাহলে
গুঞ্জরিত আষাঢ় বাতাস,
কারুর হয় মহা মোক্ষলাভ
কারুর একান্তে হাহুতাশ!


দড়ি টানাটানির খেলায়
সঙ্কীর্ণ হয়ে যায় রাজপথ!
ঈশ্বরেরা মুচকি হাসেন,
পূর্ণ হোক ভক্ত মনোরথ।

প্রতিবার পরিমাপ করে
পথ আর রথের দূরত্ব,
অন্তহীন পথে রথ এগোয়
পথ যেন সময় নিমিত্ত।


সর্বজ্ঞ ঈশ্বরেরা জানেন,
প্রতিটি মানুষই বিকলাঙ্গ!
রথ আর প্রশস্ত পথ ছাড়া
ওরা এক্কেবারে নিস্তরঙ্গ।


সময়ের রথ বড়ই মহান
নির্জল মেঘে দুর্যোগের গান।