কবিতাঃ- সময়ের সম্পর্ক
✍️ মনোজ ভৌমিক


সম্পর্কের শুকনো বাগানে
খুঁজছি মাকাল ফল!
বলছে সময় হেসে হেসে
কেমন পাগল বল!!


শুকনো গাছে ফলে কি ফল?
অবোধ কেন রে তুই??
সম্পর্ক নামের গাছ গুলোতে
ধরেছে দেখ না উই!


ভীষণ ভাবে পরখ করি
অনুভবে ছুঁই তারে,
চমকে উঠি হঠাৎ করে
সঠিক কথাই ওরে!


ডালপালা গুলি ব্রাত্য আজ
পাতার প্রেম যে মিছে,
কান্ড শুধু একলা দাঁড়িয়ে
রোদন শুকনো গাছে।


শিকড় গুলো হাতড়ে দেখি
সঘন আঁধারে ঢাকা!
মমতার আশু বুকে চেপে
রয়েছে বড়ই একা!!


সাজানো বাগান শুকিয়ে গেছে
নেই সে মাকাল ফল!
স্বার্থে ঘেরা সম্পর্ক আজ
কোনটা খুঁজিস বল!!


সবখানেতেই প্রশ্ন চিহ্ন
কিসের এবং কেন?
বাঁচাটা আজ নিজের জন্য
সময় বলছে জেনো।


হারিয়ে গেছে সবুজ বনানী
যা ছিল সেদিন প্রিয়!
আজকে এরা স্বাধীনচেতা
পুরানো ভাবনা হেয়!!


ধূসর হয়েছে মনের দুয়ার
আঁধারে ঢাকছে পৃথ্বী,
সম্পর্কের সারমর্ম তাই
আজ তোরা কী বুঝবি?


সম্পর্ক কি কেঁদেছে কখনো
বারুদ,বিষাণু অঙ্গে?
একা আসা একাই যাওয়া
কিছু সময় বিহঙ্গে।