কবিতা:-ওই শঙ্খটাকে বাজাও
         মনোজ ভৌমিক


হে কলম বীর, আজকে তুমি নীরব বিছানায় কেন!
কলম তোমার গর্জে উঠুক, চুপ থাকেনা যেন!!


আজকে হেথায় তন্ত্রতে দেখি  মন্ত্রের নামাবলী!
চেতনা হারিয়ে মানবতা বলে, "রক্তে হোলি খেলি!!"


ভাঙা আয়নায় দেখছি কেবলই ধর্মান্ধতার খেলা,
তোমার কলম বলে না কেন গণতন্ত্রের কালবেলা!


অমা রাতে দিয়েছিলো যারা গণতন্ত্রের আহ্বান,
তাদের মনে কি সুপ্ত ছিলো দেশ বিভাগের গান!


স্বাধীন দেশে আজকেও দেখি বিভেদের রাজনীতি!
গণতন্ত্র মরছে মরুক নেতাদের  হয় কি ক্ষতি!!


শোষন তোষণ এই দেশেতে গণতন্ত্রের আদিকথা,
আমজনতা তোমরা তো সবাই সয়েছো অশেষ ব্যথা।


বুকের কষ্ট বুকেতে রাখো, এখন তিরঙ্গাটা ওঠাও,
সুদীর্ঘ শ্বাসে হাওয়া ভ'রে মুখে শঙ্খটাকে বাজাও।


দিবস যতই বিষন্ন হোক উঠবে কলম জেগে,
গণতন্ত্রের সারকথা শুনলে শাসক উঠবে রেগে।