কবিতা:- সংরক্ষণে
                 মনোজ ভৌমিক


আজকে এখন মুখটি চেপে আমি ভীষণভাবে হাসি,
দু:খ সকল মনের মধ্যে হোকনা গয়া কাশী।
সত্যি কথা বলতে আজকে দেখছি ভালোই স্বাধীনতা,
সত্তরতেও সংরক্ষণ প্রগতিতে দেশ হেথা।


ভাবতে গিয়ে হোঁচট খাচ্ছি আজকে শতেকবার,
সংবিধানটা দেশের না ভোট ব্যাঙ্ক সব নেতার?
বাস জ্বললো,ট্রেন দাঁড়ালো,অবরোধ হলো বেশ,
তারপরে পেলো রিজার্ভেশন ধন্য যে আমার দেশ।


এখন শুধু ভাবছি বসে উন্নয়নটা বলো কার!
মরছে সৈনিক, ধুকছে মানুষ, কোটি কোটি যে বেকার!
ব্রিলিয়ান্টরা এবার তোমরাও করো আন্দোলন,
নইলেপরে সার্টিফিকেটে মাথাকুটে হবে গো মরণ।


ভয় পেয়োনা তোমরা ভাই আজ একটু জোরেই হেঁচো,
আমেরিকা ডাকবে তোমায় বাবার জমি না হয় বেচো।
দেশ ভাগের গুপ্ত ভাবনা মনে দিচ্ছে নাকি নাড়া?
একের পর এক প্রদেশ দেবে কি জাতিবাদে সাড়া?


সংখ্যালঘুরর কথায় আজ আসছি নাগো ভাই,
পাশের দেশে ঝাঁকলে পরে ভীষণ দু:খটা যে পাই।
বলতে গেলেই ও নেতারা আমায় বলবে অলুক্ষণে,
গদিটা আমরা পাবো কিভাবে?ভোট সব যে ওইখানে।


ঐ সংরক্ষণটা সত্তর থেকে শতকে দিক না পা,
স্বাধীনতার শতকে দেখবো জেনারেল কোটা! টা টা!