কবিতা :- সংকট সময়
✍️ মনোজ ভৌমিক


এই আঁতুরকাল লিখছে কেন জীবনের গান!
অন্ধত্ব যাপন হেথা, চারিদিকে প্রলয় বিধান।
সময়ের এই বিড়ম্বনা কেন দেখি আজ!
চারিদিকে হাহাকার, তবু যুদ্ধ যুদ্ধ সাজ!!


হিংসা আগুনে জ্বলছে আজ এই সসাগরা,
এটাই কী আজ সেজেছে এ সময়ের পরম্পরা!
প্রকৃতির বুকে ফোটায় না কেউ ভালোবাসার ফুল,
চারদিকে মৃত্যুর বার্তা ,বলো এ কাহার ভুল!


মায়াময় এ পৃথিবীতে যেন মৃত্যুই শেষ কথা,
আগ্রাসী ঐ মনোভাব দিচ্ছে যেন সেই বারতা।