কবিতা:- শোনো মোর আর্তি
কলমেঃ- মনোজ ভৌমিক


ঈশ্বর খুঁজেছি আমি তেত্রিশ কোটিতে,
অদ্বিতীয়েশ্বরে চায় এ মন পূজিতে।
গঙ্গেশ্বর নাম যার এ বিশ্ব মাঝারে,
তাহার চরণ বন্দি নিবাস শিখরে।
সর্বদেবেশ্বর তিনি বিল্লপত্রে তুষ্ট,
নির্লোভ থাকেন সদা সময়েতে রুষ্ট।
মহাযোগী যোগেশ্বর তোমারে প্রণমি,
তুমিই তো শ্রেষ্ঠ দেব তুমি মোর স্বামী।


কঠিন আঁধার আজ সারা বিশ্বময়,
চারিদিকে ত্রাহি ত্রাহি ঘোর সংশয়!
হে বিশ্ব ব্রহ্মাণ্ডেশ্বর বিশ্বের বিধাতা,
এ ঘোর সংকট ক্ষণে তুমি পরিত্রাতা।
শ্রাবণ সংক্রান্তিতে শোনো মোর আর্তি,
দূর করো অমানিশা ফেরাও প্রশান্তি