কবিতাঃ- সৎ উপদেশ
✍️ মনোজ ভৌমিক

ইনকাম কম হলে
ব্যায় কোরো মিত,
কোরোনা হাতটা লম্বা
থাকুক সীমিত।

উচ্চাশা থাকবে মনে
সঞ্চয় কিঞ্চিৎ,
মজবুত হবে দেখো
আগামীতে ভীত।

সময়ের সাথে দিও
সুকর্মেতে মন,
দেখিবে তোমার ইচ্ছা
হইবে পুরণ।

এর তার দিকে তুমি
তাকিওনা ভাই,
দেখাদেখি করো যদি
পুড়ে হবে ছাই।

যতটা পায়েতে বল
ততটাই হেঁটো,
দেখবে কারুর কাছে
হবে না'কো ছোটো।

সুন্দর হোক না মন
সর্বজন হিতে,
মঙ্গলময় ঈশ্বর
থাকবেন সাথে।

ধর্মপথে অবিচল
থেকো সর্বদাই,
মনোরথ পূর্ণ হলে
আশ্চর্য সবাই।