কবিতাঃ- সুজন বন্ধু
✍️ মনোজ ভৌমিক


হৃদয় নদে উঠলে তুফান
যদি ভাঙে মনের কূল,
তখন তুমি আমায় ভোলার
কোরো না যেন ভুল।


বুঝবে সেদিন স্পর্শ তোমার
আমারই প্রয়োজন,
আপন হয়েই থেকো তখন
খোঁজো না কোনো কারণ।


সুহৃদ বন্ধু যদি হও সুজন
বাড়িয়ে দিও ও হাত,
ভালোবাসার সে মন্ত্র সুধায়
নিভিও আমার সাথ।


অগ্নি শপথ শেষ কথা নয়
নয় তো সাত ফেরে,
সুখ দুঃখের বন্ধু আমরা
ভাবনা যেন না হারে।


এ জীবন নদীর ঘূর্ণিপাকে
ঝড় তুফান তো আসে,
সকল ঝঞ্ঝা তুচ্ছ মনে হয়
সুজন থাকলে পাশে।