কবিতাঃ- সুখ অন্বেষণ
✍️ মনোজ ভৌমিক


সুখ পাখিটা ধরতে গিয়ে  অসুখ নিয়েই বাঁচি,
ডাঙা আয়নায় চোখ রেখে বলছি ভালোই আছি।
বলতে পারো আসল সুখ রয়েছে আজ কোথায়!
খুঁজতে গেলে ভাবনা মরে হৃদয় ডোবে ব্যথায়।


আকাশ পানে উড়তো পাখি মুক্ত ছিল স্বাধীনতা,
হঠাৎ দেখি ডানা ছুঁয়েছে বিষাণুর রূপকথা!
উড়তে গিয়ে পড়ছে ভূমে মৃত্যু হলো ওর সাথী,
বিজ্ঞান হলো শিকারী আজ হায়রে মনুষ্য জাতি!


বনের পশু নেই সে সুখে মরছে যে অহরহ,
এ সভ্যতা লিখছে বিধান বিলুপ্তিটাই শ্রেয়।
তোমার আমার সুখ খোঁজা আজ বড় আপসোস,
মৃত্যু নিয়ে লড়ছি সদাই দিই সময়ের দোষ।


উচ্চাশা আর স্বার্থপরতা নিয়েছে নতুন রূপ,
একান্নটা ভুলেছি আমরা নিউক্লিয়ের স্বরূপ।
ওখানেও আজ সে সুখ নেই শুধুই একাকীত্ব,
বৃদ্ধাশ্রম হাতছানি দেয় সময় করছে নৃত্য।


আগ্রাসী সেই সুখটা খোঁজে উন্নতশীল দেশ,
ভাবনা সেই পুরোনো দ্বন্দ্ব বদলেছে শুধু বেশ।
ইঁট লাঠি ঢাল তরোয়াল বারুদ হয়েছে ব্রাত্য,
এখন শুধু বিষাণুর খেলা স্বার্থের আধিপত্য।


ধর্মের ধ্বজা উড়িয়ে দেশে লড়ছে দিবারাত্র,
বোঝেনা মানুষ সুখ নেই হোতা কিঞ্চিৎমাত্র।
আসল সুখের প্রত্যাশীরা ভাবছে একান্তে বসে,
জন্ম বুঝি অভিশাপ আজ ঐ মৃত্যুকে ভালোবেসে।


দুই গজ জমি শান্তির ভূমি নেই হোথা কলরব,
ওখানেই আছে অনাবিল সুখ...চির শান্তির উৎসব।