কবিতা:-স্বপ্নের পৃথিবী
✍️ মনোজ ভৌমিক


চলো যাই এ পৃথিবী হতে
দূর বহুদূর!
দুঃখ কষ্ট যাতনা হীন
সে অচিনপুর!!


থাকবেনা হিংসা বিদ্বেষ
ধর্ম গুনগান,
ভাবনা যেথা একটা হবে
সবাই সমান।


প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে
গড়বো সমাজ,
জাতপাত থাকবে না সেথা
কর্মই মূখ্য সাজ।


চির নবীন স্বপ্ন চোখে
তুমি আর আমি,
সবুজ বিশ্বাসে ভরে দেব
সেই বন্ধ্যা ভূমি।


স্বপ্নের পৃথিবী গড়বো
আমরা দু'জনে,
অনন্ত সুখের বাতাস
বইবে সেখানে।


রং বে-রঙের ফুলে ফুলে
ভরবে বনবিথী,
অলির সাথে খেলবে কলি
উড়বে প্রজাপতি।


বহিবেনা বিষাক্ত বাতাস
থাকবেনা ব্যাধি,
আকাশ জুড়ে বর্ষা-মেঘ
খেলবে নিরবধি।