কবিতা:- স্বপ্নে মিনতি
              মনোজ ভৌমিক


সুখের খবর নিতে প্রতিদিন স্বপ্নেতে সুখ পাখী আসে,
চুপিচুপি আমার কাছে এসে বলে,"যাবি নাকি ঐ সুখের সকাসে?"
বলি তারে মৃদু হেসে,"কোথা আছে বলো সেই সুখ?দেখাও মোরে।
চারিদিকে দেখি আমি সুখ নামের অসুখেতে সবাই যে মরে!"
ক্ষণককাল চুপ থেকে,মৃদু হেসে,সাথে নিয়ে চলে সে আমারে,
"হে প্রভূ,এ অসময়ে কোথা যাও সাথে লয়ে,শোধাবে না গো মোরে।"
ঘনঘোর অন্ধ জঙ্গল, নাই হোথা আগে বাড়িবার পথ!
টুকরো জমি 'পরে পড়ে থাকা জ্বলা পড়া কাঠ নিতেছে শপথ!!
বিস্মৃত আঁখি দ্বয় প্রশ্ন করে,"প্রভূ,এ কোথায় আমি!"
মুগ্ধ চিত্তে চেয়ে রই..বলি,"হে আমার শ্মশান স্বামী,
চাই না অতুল ঐশ্বর্য সুখ,চাই যে শুধুই একটুখানি,
ওদের ও ভ্রান্ত সুখের ঘরে যেন না পাতি এ হাত দু'খানি।
জানি হেথা অসীম সুখ বিরাজিত সদা,সময় ফুরানো বেলায়,
সময় শেষেতে প্রভূ নিয়ে এসো হেথা নিরোগ শরীরে আমায়।"