কবিতা:- স্বপ্ন দেবে কি মেয়ে
কবি:- মনোজ ভৌমিক


কোন আবেশি স্বপ্ন দেখো গো রূপসী  মেয়ে?
কেনো স্বপ্ন দেখো তুমি চাঁদনি রাত বুকেতে নিয়ে?
বিনিদ্র রাত্রির বুক চিরে জেগে ওঠা
ঐ মায়াবী স্বপ্নগুলো বড়ই যে মধুর!
ওরা হাসায়!  কাঁদায়!
জীবনের সব চাওয়াপাওয়া  করে সুমধুর।
যে রঙিন স্বপ্ন দেখো তুমি ঐ হরিণী চোখের তারায়,
জীবনের সকল বাস্তব কথা ওখানে নিমেষে হারায়।
ক্ষণেকে ঘুমভাঙা চোখ নিয়ে খুঁজেফেরো উদাসী জানালায়
স্বপ্ন তো হারিয়ে গেছে রাত্রির অন্ধমেলায়।


চেয়ে দেখো ফুটপাতে-বস্তিতে-ফুটিফাটা মাঠে,
ওদের প্রতিদিনের দিবাস্বপ্ন গুলো ক্লান্ত চোখে জেগে আছে।
মাটির গন্ধ বুকে নিয়ে চেয়ে আছে  পিপাসার্ত চোখে,
একমুঠো অন্ন খোঁজে, একচোল জল।
তোমার রঙিন স্বপ্নটুকু ওদের চোখেতে ভরে দাও মেয়ে।
বুকভরা ভালোবাসা দেবে,দেবে আশিষ চুম্বন।
দেবে কি আজ ওই স্বপ্ন?ওদের হৃদয়ভাঙা শারদ  দিনে?