কবিতাঃ- তাই বুঝি ঝড় আসে
         মনোজ ভৌমিক


দেখো একদিন এই ঝড় থেমে যাবে,
স্বস্তির শ্বাস নেবে যারা বেঁচে থাকবে।
বড় কিছু গাছপালা হয়তো ভাঙবে,
ঐ চারাগাছগুলো টিকেলেই বাঁচবে।


ঝড়ের পাগল বায় বুঝিয়ে তো যায়,
কেউ নয় ছোটো বড় দুর্যোগ সময়।
শুধুই বিচার থাকে ধুয়েমুছে শেষ,
নিমিষেই ঘটায় ও ধ্বংস অশেষ।


সময়ের ঝড় তাই বোঝায় সকলে,
দম্ভ অহংকার সব ব্যর্থতার ছলে।
উঁচু নীচু ভেদে শুধু মন গড়া খেলা,
সময়ের ফেরে শুধু শূন্যে কথা বলা।


তাই বুঝি ঝড় আসে রুদ্ররূপ বেশে
অসমতা ভেঙে দেয় বড়ই আক্রোশে।