কবিতা:- তেইশের  এক চাঁদনী  বসন্ত রাতে
কবি:- মনোজ ভৌমিক


হঠাৎ দেখি চুপটি করে, বসলে পাশে এসে,
চোখের 'পরে চোখ রেখে, বললে মধুর হেসে,
"ঐ দেখো না নীল আকাশে, কেমন চাঁদনী রাত!"
মন আকাশটা তখন ছিল অমাবস্যার সাথ।


হাতের 'পরে হাতটি রেখে,বললে তুমি আমায়,
"একবার তুমি দেখো না চেয়ে, চাঁদ যে হেসে যায়! "
আকাশটাকে না দেখে,দেখি  তোমার চাঁদ মুখ,
চাঁদ জ্যোৎস্না খেলছে সেথা,তেইশ বছর সুখ।


অবাক হয়ে তাকিয়ে থাকে বসন্ত রাতের চাঁদ,
এখনো তো হয়নি ফিকে সেই প্রথম বসন্ত রাত!
কৃষ্ণচূড়া ঢলছে আজকে নিজের দেহ ভারে,
পলাশ কেমন হাপিয়ে গেছে,যুদ্ধ করে করে।


তোমার চোখে আজও বসন্ত, সকল দু:খ করে জয়,
মরু হৃদয় জাগল আজকে, নেই মনেতে সংশয়।