কবিতাঃ- তেঁতুল
✍️ মনোজ ভৌমিক


তেঁতুল গাছে,পাকা তেঁতুল
মন করে ছটফট,
উঠলে ঝড় পড়ত ভূঁয়ে
কুড়াতম চটপট।


কেউ কি জানে সময় গুনে
পাকা তেঁতুলের গুণ!
একটুখানি এবার তবে
মন দিয়ে তাই শুন।


বড্ড গরম মনটা নরম
তেঁতুল আচার দেখে,
জিভটা বলে ওসব ছেড়ে
দেখ না একটু চেখে।


তেঁতুল যদি হয় পুরানো
আচার রাজযোটক,
গ্যাস,আমাশা,কোষ্ঠ্যকাঠিন্য
সকল অনুঘটক।


কোলেস্টেরল করে ও দূর
হৃদয় রাখে সজাগ,
গর্ভবতী মা খেলে আচার
বাড়ে রক্তে লোহার ভাগ।


পুরানো তেঁতুলে আছে ভাই
হাজার রকম গুণ,
জল্দা পান্তা ভাতের মধ্যে
যেমন লাগবে নুন।


স্বাস্থ্যবিধি মানতেই হবে
বাড়ছে ভীষণ তাপ,
সরবৎ করে খেলে পরে
মিটে যাবে সন্তাপ।


তেঁতুল খাওয়া দোষের নয়
ও সদাই মহৌষধী,
নিয়ম মত খেলে পরেই
মিটবে নানান ব্যাধি।


কেউবা খায় আচার বানিয়ে
কেউবা খায় ফুচকা,
চাটনি,অম্বল,কুচো চিংড়ি
মন ভরে যায় সবকা।


ব্যথা বেদনা থাকলে দেহে
লোভ সামলিও ভাই,
একটু আধটু খেলে পরে
তেমন ক্ষতি নাই।