কবিতা :- তোমাদেরই প্রয়োজন আছে
                  মনোজ ভৌমিক


একটা কথা লিখছি আজকে দারুণ অভিমানে,
নিজের কথা বলছি আমি নিও না গো কেউ মনে।
যেই ছবিটা দেখতাম আমি একান্ত নিরজনে,
সেই ছবিটা দেখতে কেন ঘৃণা জাগে এই মনে!
অনেক শ্রদ্ধা অনেক ভক্তির উদ্রেক হত প্রাণে,
আজকে হৃদয় জ্বলছে ভাই গভীর অভিমানে।
সত্যি কথা বলা ভাই আজ সব জায়গাতে মানা,
তাই তো দেখি মিথ্যা নিয়েই চলছে সমাজখানা।
গরীব থাকা অনেক ভালো মনটা থাকে যে স্থির,
অর্থ যখন আসে হাতে তন-মন হয় অস্থির।
পেজার গেলো,ফেসবুক এলো,ওয়াটস্যাপে দিন গোনা,
আজকে দেখি গুপ্ত প্রেমটা ম্যাসেঞ্জারে আনাগোনা।
বলছে তারাই বন্ধু রে ভাই! ওপেন হওয়া মানা,
শিক্ষাটা তাই অশিক্ষারই হচ্ছে আজ কারখানা।
শিশুরা আজ ধর্ষিতা স্কুলে,শিক্ষকদেরই দোষে,
প্রশ্ন তাদের,"ওই শিক্ষকরা মোবাইলে কেন হাসে?"
আজকের শিশু বোঝে কিন্তু অনেক বেশি কিছু,
তাই তো তারা এই বয়েসেই দেখছে সব কিছু।
বন্ধুত্বটা কোথায় ছিল সেদিন বল না ওরে?
আজকে কেন বন্ধুত্ব ওয়াটস্যাপ-ম্যাসেঞ্জারে ঘোরে?
লুকিয়ে চুরিয়ে অসম খেলা কেন চলছে ওরে!
তাই বুঝি আজ এই সমাজটা যাচ্ছে অন্ধকারে।
কোথায় ওগো মনিষীগণ,আজ কোথায় ঘুমোলে?
তোমাদেরই প্রয়োজন আছে,নইলে রসাতলে।