কবিতা:- ভাব-ভাবনায় দ্বন্দ্ব
              মনোজ ভৌমিক


আজকে কেন মনটা আমার হচ্ছে এলোমেলো,
গল্প লিখতে গিয়েও কেন কবিতা মনে এলো!
অনেক ভাবনা এ মনেতে হয় যে আমার জড়ো,
এক শব্দ অন্যে কেন বলে,"আজকে আমি বড়!"


হতাশ হয়ে বলছি আমি,"কলম বড় চতুর!"
ভাবনা তখন বলছে হেসে,"যাচ্ছি বহুদূর।"
দ্বন্দ্ব আজ ভীষণ,কলম আর এই মনে,
বলতে পারো এখন আমি কবিতা লিখি কেমনে?


ভাবনাটাকে শুধাই আমি শীতের পরশ মেখে,
"আসিস তুই আমার ঘরে বসন্ত দিন দেখে।"
মন-ভাবনা খায় দোলা দক্ষিণ হাওয়ার রেশে,
কল্পনাকে দিই ডাক,"আয়না রে মনের দেশে!"


মুচকি হেসে বলছে আমায়,"কাজ পাওনি শেষে?
ব্যস্ত আমি অনেক কাজে,যাও  গল্পের দেশে।"
ভাবের দেশে ভাবনাগুলি সব খাচ্ছে যে লুটোপুটি,
আজ আমি দ্বিধায় বড়,নেবো কি কবিতা থেকে ছুটি!