কবিতাঃ- ভাবনা হোক
✍️ মনোজ ভৌমিক


প্রতিটি গাছই ভালোবাসতে জানে,
নাইবা ওরা বোঝাতে পারে তার মানে!
গভীর দৃষ্টিতে দেখো যদি ওদের পানে,
অকৃপণ ভালোবাসা লুকানো ওইখানে।


তপ্ত গ্রীষ্মে যখন শ্রান্ত,ক্লান্ত তনুমন,
রিক্তা হয়েও করবে তোমায় আপন।
আকাশ জুড়ে বর্ষার মেঘ যখন,
তাকিয়ে দেখো ওর পানে তুমি তখন।


শাখাপ্রশাখায় বড় আবেগী শিহরণ,
প্রেম ভালোবাসার অকৃত্রিম জাগরণ।
মধুবৃষ্টি প্রেমে আন্তরিক অবগাহন!
সার্বিক সুখে করে নিজেরে সমর্পণ।


ওর ভালবাসায় বিভেদ থাকে না কোনো,
ধর্ম বোঝে না,সমানতাই ধর্ম জেনো।
তবুও অবাধে করছি ওরই চ্ছেদন,
অজ্ঞান হয়ে ডাকছি নিজের মরণ!


মিছেই গাইছো ঐ "বর্ষা মঙ্গল গান,"
যেমন কর্ম তেমনি পাও প্রতিদান।
আজ প্রতিটি গাছেই দিতে হবে সম্মান,
ভাবনা হোক,"একটা গাছ,হাজার প্রাণ।"