কবিতাঃ- ভালোবাসা খেলা
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ-০২।০৯।২০২০


ভালোবাসাবাসি খেলা বলোতো খেলে কত লোকে !
সত্যিকারের ভালোবাসা ও বাসে বলো কে কাকে !!
প্রশ্ন শুনে চমকে গেলে উত্তরটা বলো...কেন ?
প্রশ্নটা তো তোমাকে নয় , করেছি সবার জন্য।


আকাশকে ভালোবাসে কৃষ্ণবর্ণ শতেক জলদ  
তেমন কি কেউ বেসেছে গো ভালো !মনেতে গলদ,
সময়ের স্রোতে ভেসে গেছে এ হিয়ার রূপকথা
এখন শুধু শরৎ মেঘে বিষাদ জাগানিয়া ব্যথা।


বন্ধু খোঁজা বা আজকে কেন জীবনের শেষ গানে!
অবশিষ্ট কথা রয়েছে কি বাকি এখনো ঐ প্রাণে!!
সতেজ সবুজ কথা কেন পড়ে থাকে ময়দানে!
মেঘমনের ছলিত ভাবনা আকাশ কি তা জানে!!


হারিয়ে ফেলেছে যেন জীবনের সেই কথাকলি!
ভাবনার রঙ তুলিতে মিথ্যে বন্ধুত্বে কোলাকুলি!!
পুরানো চিঠিতে মনকোঠা ভরে গেছে যেন ভারে !
হলুদ খামের লালসায় কেন চোখ ছোঁয় তারে !!


শ্রাবণের জলে ভাসে বুক ভেঙে যায় দুই কূল,
শরৎ এসে বাঁকা হাসি হেসে বলে ওরই তো ভুল!
ঝাপসা চোখে হেমন্ত আসে জাগায় এ মনে ব্যথা,
চুপকথা নিয়ে শীত ধেয়ে এসে বলে জরা কথা।


মিছে বসন্ত জেগে ওঠে হিয়াতে ব্যর্থ ফুলশয্যা
ধূসর প্রান্তের হাতছানি ভ্রান্তিতে পায় লজ্জা ॥