কবিতাঃ- ভালোবাসার স্বরূপ
✍️ মনোজ ভৌমিক


চার অক্ষরের শব্দ নাম ভালোবাসা,
ওই শব্দেই রয়েছে সৃষ্টির প্রত্যাশা।
ভালোবাসা নানা রূপ বিবিধ প্রকার,
ভাবনার সাথে ওর বদলে আকার।
অসীম শক্তি লুকিয়ে ঐ শব্দের মধ্য,
ভালোবাসা ছাড়া বাঁচে আছে কার সাধ্য!
শৈশবের ভালোবাসা মাতৃস্নেহ ধন,
কৈশোরের ভালোবাসা কল্পনা প্রবণ।
তারুণ্যের ভালোবাসা গড়ে অভিধান,
যৌবনের ভালোবাসা সংসারে প্রাণ।
প্রৌঢ়ত্বের ভালোবাসা হিসেবনিকেশ,
বার্ধক্যে ভালোবাসায় শূন্য অবশেষ!
আধ্যাত্মিক ভালোবাসা ঈশ্বর সমান,
কৃষ্ণপ্রাণ মীরাবাই তাহার প্রমাণ।
সৃষ্টির উৎস ওই ভালোবাসা দিয়ে,
জীব জগতের ব্যাপ্তি উহারেই ছুঁয়ে।
ভালোবাসা বিনা প্রেম বড়ই অধরা,
রামিচন্ডীদাস প্রেম আদর্শেতে  গড়া।
শ্রবণের ভালোবাসা মহান সুপুত্র,
ভরতের ভালোবাসা দেখালো ভ্রাতৃত্ব।
ভালোবাসা দিয়ে কবি শব্দ করে চাষ,
কবিতা-দর্শায় ওরা সময়ের শ্বাস।
ত্যাগের মহিমান্বিত এই ভালবাসা,
সিদ্ধার্থ হলেন বুদ্ধ শান্তির পিয়াসা।
ভালোবাসার সে শক্তি দেখোনি কি তুমি?
শহীদী ভালোবাসায় স্বাধীন এ ভূমি।
সময়ের ভালোবাসা বড়ই বিকৃত!
হিতাহিতজ্ঞান শূন্য ভাবনা আহত।