কবিতাঃ-ভেবে নিও
✍️ মনোজ ভৌমিক

বেঁচে গেলে এইভাবে
"মার দিয়া কেল্লা!"
ভেবো না একটিবারও
হলে টাটা বিড়লা।

দেখলে তো জীবনে
পয়সায় নেই সুখ!
বাঁচার জন্যেই বেঁচো
হয়ো না সর্বভূক।

পৃথিবীর রঙ রূপ
যত বেশি ঘাটবে,
সমস্যাও এইভাবে
ক্রমশই বাড়বে।

শান্তির মন্ত্রটাকে
সদা মনে জপিও,
সমতার গানটাও
গলা ছেড়ে গাইও।

দেখবে পৃথিবীটা
হয়ে গেছে সুন্দর,
উৎপাত করলেই
দুই গজ অন্দর।