কবিতাঃ- ভিক্ষুক
✍️ মনোজ ভৌমিক


কতবার সয়ে গেছি শত অপমান,
তুলিনি তো এই মাথা, খুলিনি জবান।
শুধুই তৃণের মত থেকেছি নিশ্চুপ,
সয়েছি কঠিন ব্যথা ঐ বৃক্ষ স্বরূপ।


দারিদ্রতা যার কাছে শুধু মূলধন,
তার কি কেউ কখনো হয় গো আপন?
দ্বারে দ্বারে ফিরে গেছি ভিক্ষাপাত্র হাতে,
কেউবা দিয়েছে গালি,বা ভিক্ষান্ন তাতে।


মাতাপিতা গেছে ছেড়ে এ জন্মের পরে,
শৈশব কেটেছিল বড়ই অনাদরে।
কৈশোরে সয়েছি ব্যথা আত্মীয় ঘরে,
আপনের তিরস্কারে মন গেছে ভরে।


যৌবনে নিয়েছি দিক্ষা গুরুর নিকট,
"জীব সেবা শ্রেষ্ঠ ধর্ম" এ ছিল শপথ।
সেই থেকে ঘুরি আমি গ্রাম ও নগর,
ভিক্ষান্নের ভাগ করি নিরন্ন ভিতর।


অপরূপ শান্তি সুখ নিদ্রা বৃক্ষ তলে,
পরম ঈশ্বর স্বপ্নে কত কথা বলে।