কবিতাঃ- বিসর্জন
✍️ মনোজ ভৌমিক


মৃত্যুর গহ্বর হাতড়ে জেগে ওঠা উৎসবে আজ সিঁদুরের কলতান!
দিগন্ত অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে...
চারিদিকে ছড়িয়ে পড়ে অজস্র অবিশ্বাসী রঙ!
ওরা সবাই চিৎকার করে ওঠে, "বিসর্জন! বিসর্জন!! "
দিনান্ত চিৎকরে বলে " ঐ শব্দটার কেনই বা  এত প্রয়োজন!!! "
বছর শেষে যে মেয়ের মা'র ঘরে ফিরে আসা তা যদি হয় আগমন,
তাহলে শ্বশুর ঘরে ফিরে যাওয়ার সময় কেন হয় না বিদায়ীক্ষণ??
যুগ বদলায়, সমাজ বদলায়, সভ্যতার হয় পরিবর্তন!
তাহলে ঐ শব্দটার কেন হয় না বিবর্তন??
মা'র তো বিসর্জন হয় না,
হয় না ভাবনার বিসর্জন।
তবে কি বুঝতে হবে আগমনের বিপরীতার্থক শব্দ ঐ বিসর্জন?
সময়ের প্রেক্ষাপটে একটা প্রশ্ন চিহ্ন রয়ে যায় মনে,
বিসর্জন কি অশুভ শক্তির?
বিসর্জন কি বিষাদ সময়ের??
না কি ওই মৃন্ময়ী মূর্তির???
ডিজিটাল সময় হয়তো বলবে
বিসর্জনের প্রকৃত অর্থ বৃদ্ধাশ্রম!
এটাই ঐ শব্দের অন্তিম বিশ্লেষণ!!
তাই মাতৃত্বের আর নেই সেই মূল্যায়ন।
উৎসব মুখরিত হোক সিঁদুরের রঙে
আমিত্বের হোক বিসর্জন।